নীলফামারীর কিশোরগঞ্জে এক সাংবাদিককে মারধরের ঘটনায় শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুরে উপজেলা চত্বরে কিশোরগঞ্জ সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য সচিব অধ্যাপক আবদুর রাজ্জাক, সাংবাদিক দেলোয়ার হোসেন, শাকিল ইসলাম, ইয়ামিন কবির স্বপন, কাওছার হামিদ, সামসুজ্জামান সুমন, আশরাফুল ইসলাম রাজু ও আরিফ শেখ প্রমূখ।
উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক মনির হাসান জীবন রোববার দুপুরে ওই শিক্ষা কর্মকর্তার কক্ষে যান। অনিয়মের তথ্য চাওয়ায় তাকে মারধর ও অশ্লীল গালিগালাজ করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাংবাদিক ও সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল জানান, অভিযোগের প্রেক্ষিতে জিডিতে নোট দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।