পাথরঘাটায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই হয়েগেছে। পাথরঘাটা পৌর শহরের পুরাতন বাজার উকিল পট্টি ও ষ্টুডিও পট্টিতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন ও উপস্থিত স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও কম্পিউটার ফটোকপি ও ষ্টুডিওসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।
তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।