জনদুর্ভোগ লাঘবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা খেয়াঘাটে তিস্তার শাখা নদীর উপর নির্মিত এডিবির অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দ থেকে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে আর সি সি পিলারের উপর ১০৫ মিটার দীর্ঘ ও ১.৩ মিটার প্রস্থ কাঠের ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়ার মাত্র ১ মাসের মধ্যে দেবে যাওয়ার কারণ অনুসন্ধানে উপণ্ডসহকারী প্রকৌশলী মোঃ মাহবুব-উল-আলম কে আহ্বায়ক ও মোঃ খোকন রানা কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জানান কমিটির সদস্যরা ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে তা পর্যালোচনা করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ব্রিজটির দু পাশে চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপিত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।