ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা মাধ্যামিক বিদ্যালয়ে পাঁচ কর্মচারী নিয়োগে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে প্রায় ১০ থেকে ১২ প্রার্থীর কাছ থেকে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুক্রবার বিকালে নিয়োগ পরীক্ষা ও ফল ঘোষণার পর পরই ভুক্তভোগীরা বিদ্যালয় ঘেরাও করে ম্যানেজিং কমিটির সভাপতিকে পুলিশের সামনে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। তবে বিষয়টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে- বিদ্যালয়টির জন্য অফিস সহকারী কাম হিসাব সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে একজন করে মোট পাঁচ কর্মচারী নিয়োগে প্রথম ২৭/০৯/২০২৩ইং তারিখে স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞপ্তি ছাপা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ জালিয়াতির আশ্রয় নেন। ৮পৃষ্ঠার পত্রিকাটির মাঝের বিজ্ঞাপন ছাপার কাগজটি গায়েব করে দিয়ে চার পৃষ্ঠা পত্রিকা হকার দিয়ে কোটচাঁদপুরে বিলি করেন। পরে অবশ্য বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্বার্থ হাছিল না হওয়ায় ওই নিয়োগ বাতিল করেন। পরে প্রায় ৯মাসের মাথায় আবারো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। যার নিয়োগ পরীক্ষা ছিলো গত শুক্রবার ২৮ জুন ২০২৪ তারিখে। নিয়োগ পরীক্ষায় মোট ৭৭জন আবেদন করলেও ৪৩জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবদুর রশিদ পাঁচটি পদের জন্য ১০ থেকে ১২ জন প্রার্থীর কাছ থেকে চাকুরী দেয়ার নামে টাকা নেন। শেষে যারা টাকা বেশী দিতে পেরেছেন তাদের নিয়োগ দিয়ে নাম নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরাসহ এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি আঁচ করতে পেরে নিয়োগ কর্তারা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি’র সভাপতিকে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এর পরপরই শুক্রবার দুপুরের এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে নিয়োগ বাতিলের দাবীসহ ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রশিদের কাছে টাকা ফেরত চান।
এ সময় টাকা নেয়া বা ফেরত দিতে অস্বীকার করলে পুলিশের সামনেই আবদুর রশিদকে মারধর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ওই এলাকার বাবলু মেম্বার বলেন, তার ভাইপো রোকন হোসেনের নৈশ প্রহরীর চাকুরীর জন্য কয়েকজন সাক্ষি রেখে ৮লাখ টাকা বিদ্যালয়ের সভাপতি আবদুর রশিদের কাছে দিয়েছিলাম। তিনি কথাও দিয়েছিলে চাকুরী হবে নিশ্চিত। কিন্তু ওই পদে টাকা বেশী দেওয়ায় আরেকজনকে চাকুরী দেয়া হয়েছে। নৈশ প্রহরী পদে চাকুরী প্রত্যাশী শিবলী নোমান শিহাব বলেন, তিনি ৭লাখ টাকা দিয়েছেন সভাপতির হাতে। তিনি বলেন - এখন শোনা যাচ্ছে ১০ থেকে ১২জনের কাছ থেকে টাকা নিলেও তাদের চাকুরী হয়নি। যারা টাকা বেশী দিয়েছেন তাদের চাকুরী হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রশিদ বলেন- বৈধ উপায়ে নিয়োগ দেয়া হয়েছে অথচ আমাকে হেনস্থা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার বলেন- আমরা নিয়োগ কমিটি বৈধ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চলে এসেছি। পরে শুনলাম ম্যানেজিং কমিটি’র সভাপতি আবদুর রশিদ টাকা নিয়েছেন, সে জন্য ওই বিদ্যালয়ে ঝামেলা হয়েছে, এর বাইরে আর কিছু আমার জানা নেই। এ ব্যাপারে ঝিনাইদহ-৩ আসনের এমপি সালাউদ্দীন মিয়াজী বলেন- বিষয়টি আমি শুনেছি এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমি বলে দিয়েছি কোন নিয়োগ বানিজ্য হলে ব্যবস্থা নিতে। আমার এলাকায় সে যে দলেরই হোক না কেন অপকর্ম করলে তার কোন ছাড় নেই। আমি আগেও বলেছি এখনও বলছি।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখনো।