সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং পৌরসভার উপণ্ডনির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারা জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ লিটন বেপারী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান প্রমুখ।