জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের কুষ্ঠিয়ার রিপোর্টার রিজুকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ জুন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখা এটির আয়োজন করে।
সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় জেলা কমিটির সভাপতি স্বপ্ন আক্তার,সাধারণ সম্পাদক হামিদিসহ অনেকে বক্তব্য বলেন। তাদের দাবি কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার প্রতিবাদে নয়। এই মানববন্ধন সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে। এই সমাবেশ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যা মামলায় হয়রানী বন্ধের প্রতিবাদে। এই সমাবেশ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে। এই সমাবেশ পেশাদার সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা মানে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নের দাবিতে।
বন্ধুগণ, সম্প্রতি কুষ্টিয়ায় বিএমএসএফ'র জেলা সভাপতি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুকে সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশ্যে লোহার রড এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত, দুই পা ভেঙ্গে ফেলা হয়েছে। বুক, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। যা চরম ন্যাক্কারজনক, নিন্দনীয়,।
কিন্তু অতীব দূ:খ এবং পরিতাপের বিষয় এই যে গত ১৯ জুনের ঘটনায় ২০ জুন তার স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ এজাহার ভুক্ত কোন আসামি গ্রেপ্তার না করে কৌশলে তাদেরকে জামিন নিতে সুযোগ করে দিয়েছেন। অথচ, সাংবাদিক হাসিবুর রহমান রিজু এখন ঢাকা শ্যামলীতে ট্টমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।