বগুড়ার গাবতলী মহিষাবান ইউনিয়নে অবস্থিত হিজাবুননুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবদুল বাছেদের কাছে চাঁদাদাবি, তাকে অফিস কক্ষে মারপিট করতে যাওয়া, সরকারী কাজে বাঁধাদন সহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলায় আল আমিন আকন্দ (৩৮)কে গ্রেপ্তার করে ২৯ জুন শনিবার পুলিশ আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত আল আমিন সোনাকানিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দীন আকন্দের ছেলে বলে ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
মডেল থানার এসআই (নিঃ) সুজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার আবদুল বাছেদের দায়েরকৃত ২৭ নং মামলায় তাকে গ্রেপ্তার করে। এই মামলায় আরো ৪ জন আাসামী রয়েছে বলে পুলিশ জানিয়েছন।