নীলফামারী জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন্স একাডেমি নীলফামারী এর পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সবুর পিপিএম সেবা কে সংবর্ধণা দেয়া হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন জেলা পুলিশ লাইন্স একাডেমি নীলফামারী এর ক্যাম্পাসে এক বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ। এ সময় স্বাগত বক্তব্য বলেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নরেশ চন্দ্র রায়(পি এল এ), মানচিত্র পাঠ করেন সহকারী শিক্ষক নায়াব আনোয়ার পিএলএ।
সভা উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক পিএলএ রেজা হায়দার ও অষ্টম শ্রেণী ডালিয়া শাখার শিক্ষার্থী প্রাপ্তি কুন্ডু।
ওই একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদায়ী পুলিশ সুপার গোলাম সবুর সেবা বলেন, শিক্ষাদানে প্রত্যেক শিক্ষককে বিনয়ী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকো নিজ সন্তান মনে করে এবং দায়িত্ববোধ থেকে খাদবিহীন শিক্ষায় তাদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সুনাম অর্জন করে যখন ওই প্রতিষ্ঠানে বিশেষ করে দক্ষ ইংরেজি ও অঙ্ক শিক্ষক থাকেন। তেমনি একজন শিক্ষার্থী জীবনে সফলতা পেতে গেলে তাকে ভাল করে অঙ্ক ও ইংরেজি জানতে হবে। আর এ দুই বিষয়ে যারা যত দক্ষ তারা ততো সফলতার দিকে এগিয়ে যাবে।