সুজানগরের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার লক্ষে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ওই খেলার উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার সিপরা, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ। উদ্বোধনী খেলায় ৬টি দল অংশ নেয়। দল ৬টি হলো উপজেলার দুলাই ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হাটখালী ইউনিয়ন ফুটবল একাদশ, সাগরকান্দী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম নাজিরগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ এবং ভায়না ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রানীনগর ইউনিয়ন ফুটবল একাদশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা চলছিল।