বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। ইতোমধ্যেই নবদম্পতির বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর মধ্যে খবর এলো বিয়ের পরেই বরের কাছ থেকে দামি গাড়ি উপহার পেলেন সোনাক্ষী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহির ইকবাল নববধু সোনাক্ষী সিনহাকে বিএমডব্লিউ সেডান আই৭ গাড়ি উপহার দিয়েছেন। সোনাক্ষীর ব্যাটারিচালিত বিলাসবহুল গাড়িটির প্রাথমিক মূল্য ২ কোটিরও বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে সোনাক্ষী-জাহিরকে নতুন সাদা রঙের একটি গাড়িতে দেখা যায়। এ সময় সোনাক্ষী-জাহির একসঙ্গে তাদের বিয়ের রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জাহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে 'ডবল এক্সএল' ছবিতে কাজ করেছিলেন।