দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন হত্যা মামলার আসামি মোঃ সুজন সরকারকে আড়ংঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আড়ংঘাটা থানার মামলা নং-১০, তাং-২৫/০৬/২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিনহাজুল ইসলাম মামলায় সন্ধিগ্ধ হিসাবে গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুজন সরকার (২৭), পিতা মোঃ দুলাল সরকার, মাতা-শাহানারা বেগম, সাং-শলুয়া ঘোনারদাড়া রোড, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনাকে ইং ২৬/০৬/২০২৪ তারিখে রাত ১১.২০ টার সময় আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাইপাস এলাকা থেকে ধরে থানায় নিয়ে আসে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার নিকট অস্ত্র-গুলি আছে। ওই অস্ত্র-গুলি আড়ংঘাটা রেলস্টেশন গামী রাস্তার উত্তর পাশে জিবলু মোড়লের পরিত্যাক্ত জমির ভেড়ির উপর আম গাছের গোড়ায় ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়াছে মর্মে স্বীকার করে। ওই বিষয়টি আমাকে অবহিত করিয়া বাদী এসআই (নিঃ) মোঃ মিনহাজুল ইসলাম, আড়ংঘাটা থানা, কেএমপি, খুলনা, আড়ংঘাটা থানার জিডি নং-১১৮০ তারিখ-২৫/০৬/২০২৪ মূলে বিশেষ অভিযানে ডিউটিরত সঙ্গীয় অফিসারদের সহায়তায় ধৃত আসামি মোঃ সুজন সরকার (২৭) কে সংগে নিয়ে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা রেলস্টেশন গামী রাস্তার উত্তর পাশে জিবলু মোড়লের পরিত্যাক্ত জমির ভেড়ির উপর আম গাছের গোড়ায় ঝোপের মধ্যে হইতে আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে (১) একটি লোহার তৈরী পিস্তল যাহাতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত, যার দৈর্ঘ্য ৬.১/২ (সাড়ে ছয় ইঞ্চি), (২) একটি পিস্তলের ম্যাগজিন, (৩) ৩ রাউন্ড পিস্তলের গুলি, যার পিছনে লেখা অস্পষ্ট। ক্রমিক নং-১,২ ও ৩ এ বর্ণিত আলামত সমুহ একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর লাল রংয়ের ব্যাগের মধ্যে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। তখন বাদী উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ২৬/০৬/২০২৪ তারিখ রাত ১.৩০ মিনিটের সময় পর্যাপ্ত টর্চের আলোর সাহায্যে উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে। আসামি মোঃ সুজন সরকার (২৭) অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে দখলে রেখে ১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের ১৯ অ ধারার অপরাধ করেছে।
উল্ল্যখ্য যে, ওই আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে নিম্নোক্ত মামলা পাওয়া যায়, ১। (১ঘচজই) কেএমপি এর আড়ংঘাটা থানার এফআইআর নং-৫/৫১, তারিখ-২৭ অক্টোবর, ২০২১; জি আর নং-তারিখ-২০ ফেব্রুয়ারি ২০২৩; সময়-৩.৪৫ মিনিট, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; মামলায় তদন্তে সন্দিগ্ধ-চার্জশীট :-২২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে, বাদীর এরূপ এজাহারের প্রেক্ষিতে আড়ংঘাটা থানার মামলা নং-১১, তাং-২৬/০৬/২০২৪ তারিখ, ধারা-১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের ১৯ অ রুজু করা হয়।