নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট মসজিদের ইমাম হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পারিবারিক বিরোধের কারণে তার ওপর ওই হামলা চালানো হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। ওই ঘটনার বিচার চেয়ে ২৬ জুন বুধবার ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এটি করা হয় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে। মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, সৈয়দপুর চৌমুহনী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফ উদ্দিন, হাজারীহাট বাজার ব্যবসায়ি সমিতির সদস্য মোঃ আবদুল হাকিম, হযরত মাওলানা মোঃ গোলাম রব্বানী, রংপুর রোড জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুল মজিদ, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাঈল রিয়াজী ও নীলফামারী জেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ সদরুদ্দিনসহ অনেকে। তারা বলেন গত ১৯ জুন ওই ইমামের বাঁশ বাগান থেকে প্রায় ২০টি বাঁশ অনেকটা জোড় করে কেটে নিয়ে যায় দুলাল গং এতে বাঁধা দিলে ওইদিন তারা ছাবেদা বেগমের বাড়ীর যাতায়াতের পথ বন্ধ করে দেয়। পরদিন ২০ জুন হেলাল হোসেন ও দুলাল হোসেন গং একত্র হয়ে ইমামসহ তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায় ও মারপিট করে রক্তাক্ত করে। বক্তারা বলেন, পারিবারিক দ্বন্দ্বে একজন ইমামকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তার ওপর চালানো হয় সন্ত্রাসী হামলা। এ ব্যাপারে মোঃ মাহমুদুল হাসান বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।