সারাদেশে নিরাপদ খাদ্য উদপাদন করার লক্ষে কৃষি বিভাগ নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় কৃষক ও নারী কৃষকদের নিয়ে মঙ্গলবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচার এ- রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ- রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) প্রকল্পের খুলনা জোনের মনিটরিং অফিসার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন প্রশিক্ষনটি সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হামিদুল হক। ওই প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তোলন, সংরক্ষণ, বিক্রয় ও রপ্তানি বিষয়ের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণে ৫০জন কৃষক ও নারী কৃষক অংশ নেন। শেষে প্রশিক্ষনার্থী কৃষকদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।