উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত মোহনপুর নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান বিন বেল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনর্চাজ (ওসি) হরিদাস মন্ডল, প্রধান শিক্ষক সোহরাব আলী খাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।