বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আকতার শিখা, সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) তকী ফয়সাল তালুকদার,প্রেসক্লাবের সম্পাদক মাজহারুল আলম মিলন, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক, রবিউল ইসলাম রবি, সাদেকুল ইসলাম বিএসসি, বাবলু মিয়া, মেজবাহুর রহমান, হাফিজুর রহমান সেলিম, নূর মোহাম্মদ মন্জু, আমিনুল ইসলাম, সাদেকুল ইসলাম ও জাগো বাহে ২৪ ডট. কমের চেয়ারম্যান আকতারুজ্জামান রানা প্রমুখ। সভায় ওসি’র প্রতিনিধি হিসেবে ওসি (তদন্ত) নজির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকের উপরে হামলা, বীট পুলিশের ভুমিকা, মিথ্যা ও হয়রানিমুলক প্রসিকিউশন মামলা, উপজেলায় মাদক ও চুরি বৃদ্ধি,করতোয়ার চরে দিনে ও রাতে জুয়াসহ থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ইউপি চেয়ারম্যান ও উপস্থিত সাংবাদিকগণ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।