বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা হয়েছে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ'র যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মোঃ মনিরুজ্জামান মিয়া, উপ-পুলিশ পরিদর্শক প্রসেন, শিক্ষক এম এম ওবায়দুল ইসলাম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা কর্মকর্তা পলাশ হালদার, ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ'র প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উপজেলা কর্মকর্তা কোহিনুর আক্তার, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।