দিনাজপুরের পার্বতীপুরে বিএডিসি’র আওতাধীন কালুপাড়া কৃষক সমবায় সমিতি পরিচালিত গভীর নলকুপের সেচ নালা ভেঙ্গে পুকুর খননের কাজ শুরু করায় সেচ মৌসুমে এলাকার শতাধিক দরিদ্র কৃষকের ইরি-বোরো চাষ অনিচ্ছিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে। এ ঘটনায় পুকুর খনন কাজ বন্ধে কালুপাড়া কৃষক সমবায় সমিতির সহ-সভাপতি রাজু আহম্মেদ বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
ওই গ্রামের কৃষক ও কালুপাড়া কৃষক সমবায় সমিতির সহ-সভাপতি রাজু আহম্মেদ পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট করা লিখিত অভিযোগে জানান, ১৯৮৪-৮৫ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে কালুপাড়ায় একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। কৃষক সমবায় সমিতির মাধ্যমে প্রতিবছর বোরো মৌসুমে এলাকার শতাধিক কৃষকের প্রায় ৬০ একর জমিতে সাশ্রয়ী মূল্যে সেচ সুবিধা প্রদান করা হয়। গত মঙ্গলবার (২৫ জুন) সকালে হঠাৎ করে কালুপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি ও গ্রামের প্রভাবশালী কৃষক আইয়ুব আলী, সদস্য মিজানুর রহমানসহ তাদের সমর্থকরা গভীর নলকুপের সেচ নালা ভেঙ্গে দেয়। এছাড়াও গভীর নলকুপের ঘর ঘেষে পুকুর খননের কাজ শুরু করে। এতে ঘরটি পুকুরে ধসে পড়ার উপক্রম হয়েছে।
কালুপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি আইয়ুব আলী গভীর নলকুপের সেচ নালা ভেঙ্গে ফেলা ও বাণিজ্যিক ভাবে সেচযন্ত্র স্থাপন বিষয়ে তিনি দাবী করে বলেন, আমি কোন সেচ নালা ভাংগিনি এমনকি সেচ যন্ত্র স্থাপনের জন্য কোন আবেদনও করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
গভীর নলকুপের সেচ সুবিধাভোগি নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কৃষক দাবী করেন, গভীর নলকুপ বন্ধ করে এলাকায় ব্যক্তিগত সেচ যন্ত্রের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতেই প্রভাবশালীরা গভীর নলকুপ বন্ধের চেষ্টা করছে।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।