চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।