নীলফামারীর সৈয়দপুরে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন যুক্ত বিভিন্ন ফলমূল। এগুলো স্বাস্থ্য সুরক্ষায় খেতে গিয়ে অনেকে পড়েছেন স্বাস্থ্য ঝুকিতে। সৈয়দপুর শহরে রয়েছে বেশ কয়েকজন ফলের আড়ৎদার। এরা দেশের বিভিন্ন স্থান থেকে কলা, কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, খেজুর, আম, পানি ফল, মাল্টাসহ আরো দেশী-বিদেশী ফল নিয়ে এসে তা বিক্রি করেন এ শহরে।
এ সকল ফল ভাল মনে করে তা ক্রয় করছেন ক্রেতারা। কিন্তু ফলগুলো রাতে ভাল থাকলেও পরদিন হয়ে যাচ্ছে কাল কাল। আবার কোনটা পঁচে যাচ্ছে।
আশরাফুল হক জানান, একটির বেশী আম খেলে হচ্ছে পাতলা পায়খানা। ফরমালিন থাকায় এটি হচ্ছে বলে জানান সৈয়দপুর সরকারি হাসপাতালে চিকিৎসক ডাঃ আবদুর রহিম। আর এ কারণে ফল ক্রয়ে অনেকেই অনিহা প্রকাশ করছেন।
বর্তমানে মানুষের মাঝে বিরাজ করছে ফরমালিন আতংক। আর সেই আতঙ্কে তারা ফল ক্রয়ে অনিহা প্রকাশ করছেন।
বছরের এ সময়টা ভরা ফল মওসুম। নানা প্রকার ফলমূলে বাজার ভরপুর। পরিবারের কর্তারা তাদের সন্তানদের জন্য বাজার থেকে কোন কিছু না নিলেও ফলমূল ক্রয়ে ভূল করেন না। কিন্তু সম্প্রতি সময়ে ফরমালিন আতঙ্ক বিরাজ করছে। ফরমালিন যুক্ত ফলমূলসহ অন্যান খাদ্য খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ করে শিশুরা হতে পারে অন্ধ। তাই সরকার ফরমালিন মুক্ত করতে পাশ করেছে কঠোর আইন। সেই আইনে ফরমালিন ব্যবহাকারীর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু তারপরেও ফলমূল থেকে মুক্ত করা যাচ্ছে না ফরমালিন।
কে ফলমূলে এ মারাত্মক ক্ষতির বিষ প্রয়োগ করছে তা ধরতে পারছে না দায়িত্বে থাকা ব্যক্তিরা। ফলমূল বেচা বিক্রি অনেকটা কমে গেছে। মানুষ ফলমূল খেতে অনিহা প্রকাশ করছে ফরমালিনের কারণে।
ক্রেতা মোক্তার হোসেন জানান, বাজারের সুন্দর সুন্দর ফলমূল কিনে বাড়ীতে নিয়ে যাওয়ার কিছু সময় পর হয়ে যাচ্ছে কালো কালো দাগ। তাছাড়া ফলের মধ্যে নেই কোন স্বাদ। কালো আকার ধারণ করা মানে ফরমালিন আছে ধরে নেয়া। কিন্তু কারা এ ফরমালিন দিচ্ছে তা জানেন না ব্যবসায়ীরা। গোপন সূত্রে জানা যায়, ফলের ব্যবসায়ীরা অবশ্যই জানেন, কোন কোন ফলে ফরমালিন রয়েছে এবং কারা ফরমালিন ব্যবহার করছে। ফলের দোকান গুলোতে অভিযান চালানো হচ্ছে। অর্থদন্ডও দেয়া হচ্ছে। তবুও থেমে নেই ফরমালিন যুক্ত ফলমূল আমদানি এবং বেচা বিক্রি।