হামলা ও মারধরের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন ভূক্তভোগী কাউন্সিলর বাবলু আকন্দ।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার মধুপুর পৌরসভার বর্তমান ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু আকন্দ।
কাউন্সিলর বাবলু আকন্দ বলেন- আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মে দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান বাধা দিয়ে আসছেন। বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন ও হুমকিও দিয়ে আসছেন। সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু পক্ষে নির্বাচনী প্রচারনা চালাই। ওই সময় মেয়র সিদ্দিক হোসেন খান আমাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ১৬ জুন রাত মধুপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী আমার রাস্তা অবরোধ করে। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র এবং চাপাটি দা দিয়ে আমাকে ও আমার সহযোগী জাফরকে এলোপাতাড়ি কোপায়। আমাকে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। খবর পেয়ে আমার স্ত্রী এবং মেয়ে হাসপাতালে আসার সময় তাদের উপরও হামলা চালায়। পরে, এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি। মধুপুর পৌরসভার মেয়র ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আমার উপর হামলা হয়।
তিনি আরও বলেন, এ অবস্থায় আমি ও আমার পরিবার জিম্মি অবস্থায় এবং আতঙ্কে জীবন যাপন করছি। আমি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে কাউন্সিল বাবলু আকন্দের স্ত্রী নাজমা খাতুন ও তার মেয়ে নাফিজা ঈবনে বর্ষা উপস্থিত ছিলেন।