চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মুনিরুজ্জামান (পিপিএম) যোগ দানের পর থেকে একের পর এক সফলতার চমক দেখাচ্ছেন। নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার প্রতিরোধ,বালুবাহী বাল্কহেড জাহাজের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং লঞ্চঘাট দিয়ে মাদক পাঁচার বন্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখে চলেছেন। ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বাল্কহেডের ওপর ১৩ জুন থেকে ২৩ জুন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সেই নিষেধাজ্ঞা অমান্য করায় অফিসার ইনচার্জ মোঃ মুনিরুজ্জামান যোগদানের মাত্র ১৩ দিনের মধ্যে রেকর্ড সৃষ্টি করে চাঁদপুরের মেঘনা নদী থেকে একত্রে ১৫টি বাল্কহেডসহ ২৩ জনকে আটক করতে সক্ষম হন। এর পরের দিনই চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে নদী পথে মাদক পাঁচার কালে তার নির্দেশে এক সাথে ৩ বস্তা পরিমান ১৫ কেজি গাঁজা সহ এক ছদ্দবেশী এক মাদক কারবারীকে আটক করা হয়।
২৪ জুন সন্ধ্যার সময়ে অফিসার ইনচার্জ এর নির্দেশে এই অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স। বিশেষ এই অভিযানে চাঁদপুর সদর মডেল থানাধীন লঞ্চঘাটস্থ ২নং পন্টুনের উপর থেকে ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ আবুল হোসেন নামে এক জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন (৪২), পিতা-আবেদীন চৌকদার,সাং-মাচারং, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর বর্তমান সাং-০৪নং ঘাট, ২১নং ওয়ার্ড, রাজ্জাক সর্দারের বাড়ীর পাশে, থানা ও জেলা-খুলনা বলে জানা যায়।
আটক ব্যক্তি রাজমিস্ত্রী সেজে সরঞ্জামের সাথে গাঁজার তিনটি বস্তা বহন করে লঞ্চঘাটে আসে।