সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। গত সোমবার (২৪ জুন) রাত ১২ টার দিকে সুন্দরবনের কাটাবুনিয়া এলাকা হতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত জেলেরা হলেন হালিম সরদার ও শামীম গাজী। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।