নেত্রকোনার দুর্গাপুরে মদ পান করে প্রকাশ্য মাতলামি করায় দুই জনকে তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৫০০ টাকা জরিমানাও করা হয়। গত সোমবার (২৪জুন) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত দুইজন হলো,দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের জুলহাস (৩৫) ও একই ইউনিয়নের আগার গ্রামের বাদশা মিয়া (৫২)। উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, সোমবার রাতে মদ খেয়ে রাস্তায় মাতলামি সহ বিভিন্ন লোকজনকে গালমন্দ করতে থাকে জুলহাস ও বাদশা মিয়া। পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি ইউএনওকে জানালে এরপর ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন মাসের কারাদ-সহ ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান জানান, মদ পান করে প্রকাশ্য মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করায় দুইজনকে তিন মাসের কারাদ-সহ প্রত্যেকে ৫০০ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্ত দুইজনকে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে।