পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খনন কারার অপরাধে খনন কাজে নিয়োজিত স্ক্যাভেটর মেশিনের পাচঁটি ব্যাটারি জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সঙ্গে সমঝোতা করে দিনের তুলনায় রাতেই বেশিরভাগ তিন ফসলী জমির উর্বর অংশ কেটে পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক শ্রেনির মাটি ক্ষ্যাকো পুকুর খননকারি দালালরা জমির মাটি বিক্রি করে প্রতিদিন হাজার হাজার আয় করছে। পুঠিয়া উপজেলার প্রায় ২০টি স্থানে পুকুর খনন এবং মাটি বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে নতুন করে পুকুর করার চুক্তি করার জন্য এক প্রভাবশালী নেতার নিকট, থানার ওসির সঙ্গে সমঝোতা করার জন্য একাধিক ব্যক্তিকে ঘুরতে দেখা যাচ্ছে। মাটি বিক্রেতা ও পুকুর খননকারীদের নিকট সাধারণ মানুষরা জিম্মি হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট এলাকাবাসীরা বলছে, শুধুমাত্র অর্থের বিনিময়ের কারণে, পুকুর খননের কার্যক্রম কোনো ভাবেই থামছে না। বেশিভাগ তিন ফসলি জমিতেই পুকুর খনন করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বলেন, গত সোমবার রাতে শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল, মঙ্গলপাড়া ও পচামাড়িয়াতে অবৈধভাবে মাটি খননের অপরাধে পাচঁটি স্ক্যাভেটরের ব্যাটারি এবং যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। আমরা মাঝেমধ্যে অভিযান পরিচালনা করছি। কিন্তু পুকুরগুলি সাধারণত রাতে খনন করা হচ্ছে। তাই সবকিছু কঠোরভাবে করা সম্ভব হচ্ছে না।