বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্বার্থবিরোধী। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে।
মঙ্গলবার (২৫ জুন) বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশি- বিদেশি সংস্থার প্রচেষ্টার পরও পরিবারের আবেদন নাকচ করে দেন সরকারপ্রধান। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই সরকারের এই ষড়যন্ত্র।
বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে বন্দি করে রাখা হয়েছে৷ তাকে বেআইনি ও অমানবিকভাবে জামিন দিচ্ছে না সরকার। বরং তার সাজা ৫ থেকে ১০ বছর বাড়িয়ে দেয়া হয়েছে আদালত ব্যবহার করে। তা না হলে এতদিনে বেগম জিয়া মুক্ত হয়ে যেতেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া এ বয়সেও কারাবন্দি অবস্থায় গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। মিয়ানমারের অং সান সূচি আর বেগম জিয়া গণতন্ত্রের জন্য এখনও লড়ে যাচ্ছেন। বেগম জিয়ার মুক্তি ইস্যুতে বুধবার (২৬ জুন) কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে ১০টি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে দেশের স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ভারতের সঙ্গে সরকারের যে স্বার্থবিরোধী চুক্তি হয়েছে তা বিএনপি প্রত্যাখ্যান করছে। ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে আগামী ২৮ জুন সংবাদ সম্মেলন করবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।