ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গলবার সকালে রেললাইনের উপর থেকে উলঙ্গ অবস্থায় মাথা ও একটি হাত বিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
কোটচাঁদপুর রেলস্টেশন মাষ্টার গোলাম রসুল জানান, সকাল ৮টার দিকে তিনি খবর পান উপজেলার বলুহর ডাকাতি বট তলার অদূরে রেল লাইনের উপর একটি লাশ পড়ে আছে। তিনি বিষয়টি যশোহর রেলওয়ে ফাঁড়িকে জানালে পরে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে যশোর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই মনোতোষ বিশ্বাস সাথে কথা বললে তিনি জানান, তিনি ঘটনাস্থলে যেয়ে রেললাইনের পাশে উলঙ্গ অবস্থায় মাথা ও বাম হাত বিহীন একটি লাশ দেখতে পান। তিনি এলাকাবাসীর কাছে শুনেছেন লাশটি রেললাইনের উপর ছিল। এলাকাবাসী ট্রেন যাতায়াতের সুবিধার জন্য লাশটি রেললাইনের পাশে সরিয়ে রাখেন। লাশের পাশে একটি হ্যা- ব্যাগ ও মোবাইল পেয়েছেন। তবে মোবাইলটি ভেঙ্গে বিকল হয়ে গেছে। তার পরিচয় সনাক্তের জন্য ওই মোবাইলের সিম দিয়ে কয়েক জায়গায় ফোন দিলেও অপর প্রান্ত থেকে কেউ পরিচয় নিশ্চিত করতে পারিনী। তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তদন্ত ছাড়া বলা যাবে না। তিনি বলেন, সম্ভবত ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনে ভোরে এটি কাটা পড়েছে। ঘটনাস্থল নির্জন মাঠের মধ্যে দুপাশে বনজঙ্গল। যে কারণে মাথা ও হাত শিয়াল কুকুরে নিয়ে গেছে কিনা বলা যাচ্ছেনা। তবে পরিচয় সনাক্ত হলে সব কিছু পরিস্কার হয়ে যাবে। তিনি বলেন, বডি দেখে মনে হচ্ছে এ মানুষটির বয়স ২৫ থেকে ৩০ মধ্যে হতে পারে।
কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পঠিয়েছিলাম। লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।