ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পরমানন্দপুর গ্রামে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত মঈন উদ্দিন আহাম্মদ (৩৪) মৃত্যুবরণ করেছেন। মঈন ওই গ্রামের ঈতম হোসেনের ছেলে। ৬৮ দিন মৃত্যুর সংগে লড়াই করে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মঈন উদ্দিনের মৃত্যুর সংবাদে পরমানন্দপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের লোকজন গ্রাম থেকে সরে যাচ্ছেন। সেখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিয়েছেন পুলিশ।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্ধের জেরে পরমানন্দপুর গ্রামে’র দু’টি গ্রƒপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে খাস জায়গার দখলকে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সানা উল্লাহর গোষ্ঠীর কাঞ্চন মিয়া ও বুইল্লা গোষ্ঠীর জিয়াউল আমীনের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রƒপের সহ¯্রাধিক নারী পুরূষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একসময় গোটা গ্রামে ছড়িয়ে পড়ায় সংঘর্ষটি ভরাবহ রূপ ধারণ করে। ৩ ঘন্টার সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত। প্রতিপক্ষের হামলায় গুরূতর আহত মঈন উদ্দিনকে সেইদিন আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল। আর্থিক ভাবে অস্বচ্ছল তিন শিশু সন্তানের জনক মঈন উদ্দিনের চিকিৎসা চলছিল অনেকটা খুরিয়ে খুরিয়ে। শুরূ থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মঈনের শাররীক অবস্থা বেগতিক হলেই নিয়ে যাওয়া হতো আইসিও’তে। দীর্ঘ দিন আইসিও’তে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোর ৪ টা ৫০ মিনিটে মঈন উদ্দিন মৃত্যুবরণ করেছেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ায় একটি পক্ষের লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। ভয়ে অপর পক্ষের লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন ব্যক্তি বলেন, এখন দিনে রাতে অভিযুক্তদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। নানা ধরণের অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আবারও শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। পরমানন্দপুর গ্রামের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।