নোয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ জননেতা নুরুল হকের কবরে পুষ্পস্তবক অর্পন করেছে। এ সময় তারা বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সোমবার বিকেলে চৌমুহনী পৌরসভার সামনে নুরুল হক মিয়ার কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে চৌমুহনী পৌরসভার মেয়রের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। তারা আগামী দিনের শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি ও কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাধীনতার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পৌর মেয়র খালেদ সাইফুল্লা মতবিনিময় সভায় বলেন আমরা সব সময় শ্রমিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখার চেষ্টা করি।
উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শাকির হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব বাকের, অর্থ সম্পাদক আবুল কালাম সহ অনেকে।