রংপুরের পীরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাসপাতাল সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী বিশ্বেশ্বর চন্দ্র বর্মন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ শারেখ খন্দকার জয়, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি,পীরগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আবুল বাশার,কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবদুস সালাম আজাদ,কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নুর আলম মিয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.রাকিবুল ইসলাম, ডা.ফজলে রাব্বী, ডা,শরিফুল ইসলাম, ডা,রাশিদা আক্তার প্রমূখ।
সমন্বয় সভায় হাসপাতালে সার্বিক স্বাস্থ্য সেবার বিষয় তুলে ধরেন ডা. আজিজ নাদিম। সভায় হাসপাতালে সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন এবং কর্মপরিবেশ বজায় রাখতে জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।