রংপুরের পীরগাছায় জমিজমা নিয়ে দ্বন্দের জেরে হত্যা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। রোববার রাত ২ টার দিকে দিনাজপুর জেলার খানসামা থানাধীন টংগুয়া বাজার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার এ তথ্য নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
জানা গেছে, গত ২৫ মে জমি নিয়ে দ্বন্দের জের ধরে প্রতিবেশি জাহিদুল ইসলাম সহ তার লোকজন উপজেলার ইটাকুমারী ইউনিয়নের গঙ্গানারায়ণ গ্রামে এমদাদুল হক (৪৮) নামে একজনকে বেদম মারপিট করে। পরদিন এমদাদুল হক চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার ভাই হত্যা মামলা দায়ের করলে র্যাব-১৩ ছায়া তদন্ত করে এবং রোববার রাতে প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুশান্ত কুমার সরকার বলেন, গ্রেপ্তার আসামিকে পীরগাছা থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে সোমবার তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।