পাবনার সুজানগরে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল ওহাব। রোববার বিকালে তিনি নৌকাযোগে উপজেলার সাতবাড়ীয়া, তারাবাড়ীয়া, নিশ্চিন্তপুর, গোপালপুর, হাজারবিঘা, চরবিশ্বনাথ, চরমানিকদীর এবং চরভবানীপুরসহ পদ্মা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, বেড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার সিপরা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন উপস্থিত ছিলেন।