বিশ্বজয়ের পথে আরও একধাপ এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার তিন নারীর ব্যান্ড ‘ভয়েস অব বেসপ্রট’। হিজাবে মোড়া হ্যাভি-মেটাল গিটার-ড্রামস বাজানো ইন্দোনেশিয়ার তিন নারী পারফর্ম করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম বড় সংগীত মঞ্চে। গান দিয়ে প্রচলিত ধ্যান-ধারণাকে বদলে দিতে চান তারা। বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে এবং শানিয়া টোয়েনের মতো মহারথীদের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তিন তরুণী আগামী শুক্রবার ইংল্যান্ডের গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। এখন পর্যন্ত যত মঞ্চে তারা পারফর্ম করেছেন তাদের মধ্যে এটিই সবচেয়ে বড় মঞ্চ। ব্যান্ড জগতের তারকাদের সঙ্গে পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন এই তিন নারী। ‘ভয়েস অব বেসপ্রট’-এর মূল তিন নারী হলেন বিদি রাহমাওয়াতি (২৩), ফিরদা মারসিয়া কুর্নিয়া (২৪) ও ইইউএস সিতি আইশাহ (২৪)। গানের মধ্য দিয়ে প্রচলিত ধ্যান-ধারণাকে বদলে দিতে চান তারা। তারা প্রমাণ করতে চায়, মুসলিম নারীরাও হিজাব পরে মেটাল বাজাতে পারে, সংগীতপ্রেমী হতে পারে। মুসলিমপ্রধান ইন্দোনেশিয়ায় বিপ্লব ঘটিয়েছে নারীদের এই মেটাল ব্যান্ড। ২০১৪ সালে একটি ইসলামি স্কুলে বিদি, ফিরদা ও সিতির সাক্ষাৎ হয়। সেখান থেকেই শুরু, সিস্টেম অব আ ডাউন-এর ‘টক্সিসিটি’ অ্যালবামের মাধ্যমে মেটালের প্রেমে পড়া। স্কুলের গাইডেন্স কাউন্সিলর তাদের মেটালের সঙ্গে প্রথম পরিচয় করান। দলের অন্যতম সদস্য ফিরদা বলেন, ‘আমরা নারীরা হিজাব পরি, আর আমাদের গান নারীর ক্ষমতায়ন নিয়ে। আমরা চাই সবাই আমাদের কাজ দিয়ে চিনুক, চেহারার জন্য নয়।’ বিদি বলেন, ‘আমাদের গ্রামে মেটাল মানেই শয়তানের কাজ, মেয়েদের জন্য নয়, বিশেষ করে হিজাবে। শুরুতে মনে হতো আমাদের কোনো ঠিকানা নেই, যেন আমরা অপরাধী।’ সকল চ্যালেঞ্জ উতরে তারা ছুটছে তাদের স্বপ্ন পূরণের দিকে। ‘ভয়েস অব বেসপ্রট’ মনে করে তাদের গান শুধু বিনোদন নয় বরং সমাজকে বদলে দেয়ার হাতিয়ার।