পাবনার সুজানগরের হাট-বাজারে আলুর দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এতে নি¤œ এবং মধ্য আয়ের মানুষের পক্ষে আলু কেনা অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত ১০/১৫দিন আগেও উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫টাকা দরে বিক্রি হয়েছে। অথচ মাত্র ১০/১৫দিনের ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি আলু ৬০টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের দিনমজুর আবদুল লতিফ বলেন হাট-বাজারে বেশিভাগ সময় বেগুন, পটল, করলা এবং ঝিঙেসহ অন্যান্য সবজি দাম বেশি থাকলেও আলুর দাম কম থাকে। বিশেষ করে আলু সব সময় গরীব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কিন্তু বর্তমানে হাট-বাজারে অন্যান্য সবজির চেয়ে আলুর দাম চড়া। উপজেলার ভবানীপুর গ্রামের দিনমজুর আবদুল মজিদ বলেন বর্তমানে হাট-বাজারে চালের চেয়েও আলুর দাম চড়া। স্থানীয় হাটা-বাজারে এখনও প্রতিকেজি মোটা চাল ৪৫ থেকে ৫০টাকা দরে পাওয়া যায়। কিন্তু হাটবাজারে প্রতিকেজি আলু ৬০টাকার কমে পাওয়া যায়না। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পাশাপাশি সচ্ছল পরিবারের পক্ষেও আলু কেনা অসম্ভব হয়ে পড়েছে।