নীলফামারীর সৈয়দপুরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ শিক্ষার্থীকে কৃতী সম্মাননা দিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। ২৩ জুন সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার ফিদালী মাঠে এটির আয়োজিত ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। তিনি ওই ১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ওইসব শিক্ষার্থীরা সৈয়দপুর শহরের ক্যাম্প এলাকায় বসবাসীকারী ও পিছিয়ে পড়া শিক্ষার্থী। তারা ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের “কাপ-আপ” প্রকল্পের আওতায় সৈয়দপুর পৌরশহরের বাঁশবাড়ি এলাকার ধ্রুবতারা ডাম ইউসিএলসি ও কয়া মিস্ত্রিপাড়া এলাকার আশার আলো ডাম ইউসিএলসির ২০২১ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরবর্তীতে ২০২২ সালে ওইসব শিক্ষার্থী সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও শের-ই বাংলা উচ্চবিদ্যালয় নবম শ্রেণিতে ভর্তি হয় এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সংস্থাটি প্রজেক্ট ফেয়ার, স্পোর্টস এ- কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠানে প্রকল্পের ২৫টি শিখন কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক ও শিখন কেন্দ্র পরিচালনা কমিটির (সিএমসি) সদস্যদের নিয়ে ৭টি ইভেন্টের মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করে। এছাড়া, কাপ-আপ প্রকল্পের উদ্যোগে মেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, নিম্ন মাধ্যমিক শিক্ষা, কিশোর-কিশোরী উন্নয়ন ফোরাম (এডিএফ) ও প্রজেক্টের ফিল্ড অফিসের প্রদর্শনী স্টল দেয়া হয়। মেলায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
প্রজেক্ট ফেয়ার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ, পৌর কাউন্সিলর সৈয়দ মনজুর আলম, আনোয়ারুল ইসলাম মানিক, মোস্তাফিজুর রহমান সরকার, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা. রুবিনা, ইয়াসমিন পারভীন ও সাবিয়া বেগম প্রমুখ।