জয়পুরহাটের আস্থা-নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় ও ডেমক্রেসিওয়াচ এর আয়োজনে ২২জুন সকাল ১১ টায় সদর উপজেলা হলরুমে ‘‘নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ’’ অনুষ্ঠিত হয়।
আস্থা-নাগরিক প্লাটফর্মের সভাপতি প্রফেসার রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাইস-চেয়ারম্যান অসুক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, পাচঁবিবি উপজেলার ভাইস চেয়ারম্যান আকরাম হেসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতান, জয়পুরহাট পৌরসভার কমিশনার, জেলা পরিষদের সদস্য রতœা রসিদ, কালাই উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর হোসেন। জেলার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক খ.ম.আঃ রহমান রনি, ক্ষেতলাল উপজেলা দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক হাসান আলী, শিক্ষক, মোঃ একরামুল ইসলাম।
আস্থা প্রকল্পের কার্যক্রম ও নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামে সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅরডিনেটর এস এ এম মইন, জেলা সমন্বয়কারী নাসিমা বেগম সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা বেগম বলেন, যুবরাই লড়বে যুবরাই গড়বে গনতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য। আমাদের এলাকার যুবরা আস্থা প্রকপ্লের ছায়াতলে থেকে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে যেনে ভালো লাগলো। যুব ফোরামের সদস্যদের আমার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা থাকবে। আমি যুব যুবতী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং সকল জনগণের ভাগ্য উন্নয়নে আমার চেস্টা অব্যাহত থাকবে।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অসুক কুমার ঠাকুর বলেন, আমরা প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবদের প্রশিক্ষন করাই। আপনারা যারা এই প্রশিক্ষন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। তিনি আরও বলেন প্রকল্পের কাজ ও সমাজে কিভাবে পরিবর্তন আনতে পার সে বিষয় দিকনির্দেশনা বক্তব্য রাখেন তিনি বলেন যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন যুব উন্নয়ন, টিটিসি, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে কিভাবে নিজে কাজ লোন নিয়ে কাজ করার, কিন্তু একমাত্র আস্থা প্রকল্প যুবদের সু-শাসন, গণতন্ত্রীক পদ্ধতির চর্চা ও অহিংস সমাজ উপর দক্ষতা বৃদ্ধি করে যুবদের সচেতন করছে। যা অন্য কেও এখনো করছে না। সরকারি প্রশিক্ষণ নিয়ে যুবরা যেমন কর্মসংস্থানের জন্য অগ্রসর হচ্ছে তেমনি আস্থা সুনাগরিক হিসেবে দেশের প্রতি দ্বায়িত্ব পালনে সচেতন করছে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু বলেন, এনজিও দের এমন কাজ খুবই সময়োপযোগী। তিনি আরো বলেন, আস্থা যুব ফোরামের দক্ষতা কে কাজে লাগিয়ে শহর কেন্দ্রিক কিশোর গ্যাঙ এর কার্যক্রমের উপর সচেতনতা বাড়াতে হবে এবং ওই বিষয়ে কোন তথ্য থাকলে প্রসাশন কে জানাতে অনুরোধ করেন। এতে সমাজে এক অংশে শান্তি বজায় থাকবে। তিনি আরো বলেন ‘আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে অগ্রসর হচ্ছি এখানে যুব সমাজের বড় ভূমিকা রয়েছে, আমি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, উন্নয়ন ও পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। প্রশিক্ষিত বেকার যুবদের বেকার ভাতা প্রদান করা উচিত, আমি সরকারের প্রতি আমার সাধ্যমত এই দাবি পৌঁছে দিবো’। তিনি আরো বলেন, স্থানীয় ছোটখাটো বিরোধ মিমাংশায় শালিশের জন্য যুবকদের দক্ষতা বৃদ্ধ করার আহ্বান জানান।
আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দাবি জানান স্থানীয় পর্যায়ের গ্রামিন যুবনীতি প্রনয়ন করা এবং সেই প্রনয়ন কমিটিতে আস্থা যুব ফোরামের সদস্যদের অন্তভূক্তি করা হোক।