মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার কোরবানিকে নিয়ে কটূক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক কথা লেখার ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলায় গণেশ চন্দ্র রায় ওরফে প্রশান্ত রায় (২৪) নামে এক য্বুককে আটক করেছে থানা পুলিশ। ধৃত গণেশ চন্দ্র রায় ওরফে প্রশান্ত রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সরকারপাড়ার সুরেশ রায়ের ছেলে। সে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র এবং পেশায় একজন মোবাইল মেকানিক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই যুবক তার নিজস্ব আইডিতে লিখেন, 'রাক্ষসের ন্যায় দয়ামায়াহীন এত জীব হত্যা, যুদ্ধের মত রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এটা কি করে ধর্ম হতে পারে ?' এ লেখাটি মূর্হুতের মধ্যেই বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ধর্মপ্রাণ মুসলিমরা কটুক্তিকারী যুবকের বিচারের দাবি জানান। গত ২৩ জুন রোববার উপজেলার পাকেরহাটে শাপলা চত্বরে আসরের নামাজের পরে বিকেল ৫ টায় ওই যুবককে আটকের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন উপজেলার মুসলিম-জনতা।
এ ঘটনায় মাওলানা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ওই কটুক্তিকারী যুবককে গভীর রাতে আটক করেন। ফলে আয়োজকেরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরবানি নিয়ে কটূক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে ওই যুবককে আটক করা হয়েছে। গতকাল ২৪ জুন সোমবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে এবং কেউ উস্কানিমূলক পোস্ট দিলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে দি হাঙ্গার প্রজেক্টের পিএফজির একটি গ্রুপ ও প্রশাসনের নানামূখী উদ্যোগে পরিস্থিতি শান্ত রয়েছে।