নোয়াখালীর সেনবাগ ঊপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির চিলাদী গ্রামে স্কুলছাত্রীদের উত্ত্যাক্ত ও মোবাইল নাম্বার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে একদল কিশোর গ্যাং সদস্যরা বাড়িঘরে হামলা, ভাংচুর ও এক নারীসহ ৬জন আহত করার ঘটনার মামলায় সেনবাগ থানা পুুলিশ জিহাদ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিলাদী গ্রামের জিহাদ আবদুল মান্নানের ছেলে সে মামলার এজাহার নামীয় আসামী। সেনবাগ থানা পুলিশের একটি বিশেষদল রোববার দিবাগত সোমবার ভোরে উপজেলার চিলাদী এলাকা থেকে গ্রেপ্তার করে এং দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।
এর আগে রোববার মোঃ আবু জাহের ১৬জন এজাহার উল্লেখ্যসহ মোট ২১ কিশোরের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা সকলে তরুণ, কিশোর ও যুবক শ্রেনীর।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন সোমবার দুপুরে জানান, বাড়িঘরে হামলা ও মারধোরের ঘটনায় মামলার আসামি জিহাদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে নোয়াখালীর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য-উপজেলার চিলাদী গ্রামের বাতানিয়া বাড়ির স্কুল পড়-য়া ছাত্রীদের উত্ত্যক্ত এবং ছোট ছেলেদের দিয়ে মোবাইল নাম্বার চায় পার্শ্ববর্তী গোলাল বাড়ির কিশোর গ্যাংয়ের সদস্যেরা। এ নিয়ে শুক্রবার বিকালে কিশোর গ্যাং সদস্যেদের এমন আচরনে বাতানিয়া বাড়ির লোকজনের উত্তেজনা দেখা দেয়। এনিয়ে শনিবার বিকালে এলাকার মুরুব্বীদের নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শনিবার দুপুরের পর গোয়াল বাড়ির কিশোর গ্যাংয়ের সদস্যেরা একজোট হয়ে বাড়িঘরে হামলা, ভংচুর ও লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে একনারীসহ ৬জন গুরুতর আহত হয়।