জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে অভিযান চালিয়ে একটি দোকানের গোডাউন থেকে ৫৬ বান্ডেলে ২৮ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকালে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মেঘনা নদীর তীরবর্তী হরিনাথপুর বাজারের ইউনুস মুন্সীর দোকানের গোডাউনে রোববার সন্ধ্যা অভিযান চালিয়ে ২৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা। এ সময় অসাধু ব্যবসায়ী ইউনুস মুন্সী দোকান থেকে পালিয়ে যায়।