নীলফামারীর সৈয়দপুরে মহিলা ডিগ্রী কলেজের বাউন্ডারি দেয়াল ধ্বসে ফারহানা (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এটি ঘটেছে ২৩ জুন রাত আনুমানিক ৯ টার সময়। আহত শিশুর বাসা কলেজের পাশেই মুন্সীপাড়া দর্জি পট্টিতে। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে উন্নত চিকিৎসা না থাকায় রাতেই তাকে নেয়া হয় রংপুরের একটি বেসরকারী হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশুর বাবা বোরকা জানান, কলেজের দেয়াল ঘেঁষে রয়েছে একটি দোকান। ওই দোকানে সওদা নিতে যায় তার মেয়ে। দোকানদার সওদা দিতে দেরি করলে সে পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কলেজের বাউন্ডারি দেয়াল ধ্বসে তার গায়ে পড়ে। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় সৈয়দপুর সরকারি হাসপাতালে। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আরএমও ডাঃ নাজমুল হুদা জানান, শিশুটির হাতে আঘাত লেগেছে। তার হাতের অবস্থা তেমন ভাল নয়। তাই উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ব্যবসায়ি মিঠু জানান, কয়েক বছর হল কলেজের দেয়াল নির্মাণ করা হয়। এত তারাতারি দেয়াল ধ্বসে পড়লো এটার কারণ জানতে হবে। আরেক ব্যবসায়ি মাহবুব আলম জানান নিম্ন মানের কাজের কারণে অল্প সময়ে দেয়াল ভেঙ্গে পড়লো। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ জানান, কি কারণে দেয়াল ধ্বসে পড়লো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।