রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বদনাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্তির পর কেরানী থেকে নিজেই প্রধান শিক্ষক হয়েছেন মোর্শেদা বেগম। রাতারাতি স্বামীকে রেজাউল করিমকে ম্যানেজিং কমিটির বানিয়ে সমস্ত রেকর্ডপত্র ভুয়া বানিয়ে প্রধান শিক্ষক হয়েছেন তিনি। এলাকাবাসী জানায়, স্বামী রেজাউল করিম পার্শ্ববর্তী গিলাবাড়ি উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক। এমন কোন কাজ নেই যে তিনি করতে পারেন না। ব্যাকডেটে নিয়োগ থেকে শুরু করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে এমপি ভুক্তি, স্কেল পরিবর্তন ও অন্যান্য কাজ সবই তিনি করে দেন। তার কাছে নাকি শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন জনের সিল পর্যন্ত রয়েছে। সেই রেজাউল করিম তার স্ত্রীর মাধ্যমে বদনাপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে শুধুমাত্র কাগজে-কলমে ছাত্র ছাত্রী তলিকাভুক্ত করে প্রতিদিন উপস্থিতির হাজিরা দেখিয়েছেন। সরেজমিন দেখা গেছে, দুপুর ১২ টায় শিক্ষক কর্মচারিরা বারান্দায় পায়চারি করছেন, ২ টা বাজার অপেক্ষায়। ২ টা বাজলেই যে যার বাড়ি চলে যাবেন। এভাবে গত বিশ বছর ধরে চলছে প্রতিষ্ঠানটি। পরীক্ষার জন্য পৃর্ব থেকেই চুক্তি ভিত্তিক ১৫/২০ জন ছাত্র/ছাত্রী নাম রেজিষ্ট্রেশন করে রাখা হয়। যারা অনেকেই এসএসসি পাশ বা আরও বেশি যোগ্যতা সম্পন্ন। যে কারণে ওই বিদ্যালয় থেকে অংশ নেয়া পরীক্ষার্থীরা শতভাগ পাশ করে। বিগত ২০০১ সালে বিদ্যালয়টি নিজের দেয়া জমিতে প্রতিষ্ঠা করেন স্থানীয় বাসীন্দা সাবেক ইউপি সদস্য কায়কোবাদ সাবু। এক বাণীবদ্ধ সাক্ষাতকারে কায়কোবাদ সাবু মেম্বর বলেন-বিগত ২০১৮ সাল পর্যন্ত আমি সভাপতি ছিলাম। এমপিওভুক্ত না হওয়ায় বছরের পর বছর তালা দেয়া থাকতো স্কুলটিতে। শিক্ষক কর্মচারিরা কেউই আসতো না। এমপিওভুক্তির ঘোষনায় হঠাৎ রাতারাতি কিভাবে আমি সভাপতি পদ থেকে বাদ পড়লাম তা কিছুই জানি না। তিনি আরও বলেন-মোর্শেদা বেগমকে ২০০১ সালে যোগ্যতা না থাকায় আমি কেরানী হিসেবে নিয়োগ দিয়েছি। সে কিভাবে প্রধান শিক্ষক হয় ? অপরদিকে মোর্শেদা বেগম দাবি করেন-তিনি ২০০৪ সালে বিএ পাশ করেছেন। কোন কলেজ থেকে বিএ পাশ করেছেন তা তিনি বলতে নারাজ। খোঁজ নিয়ে জানা গেছে, চতরা ডিগ্রী কলেজ থেকে মোর্শেদা বেগম বি এ পাশের সার্টিফিকেট দাখিল করেছেন। অথচ ২০০৪ সালে চতরা কলেজ এ ডিগ্রীই খোলা হয়নি। মোর্শেদা বেগমের সনদ যাচাই করে এ চাঞ্চ্যল্যকর তথ্য উদ্ঘাটন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হেসেন। আশ্চর্যজনক হলেও সত্য যে, এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তথ্য যাচাই বাছাই কমিটিতে মোটা অংকের অর্থ নিয়ে মোর্শেদা বেগমের প্রধান শিক্ষক হবার জালিয়াতীর ঘটানাকে জায়েজ করে দেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন-তার কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমানিত হওয়ায় বাতিল করা হয়েছে। এদিকে মোর্শেদা বেগমের নিয়োগ বাতিল হওয়ায় ওই পদে নতুন করে চতরা এলাকার ইউনুছ আলীর ছেলে রেজাউল করিমের ভাগ্নে আনিছার রহমানকে ওই বিদ্যালয়ে গত বিশ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত দেখানোর পাঁয়তার করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলেছেন, এতদিন মোর্শেদাকে প্রধান শিক্ষক দেখানো হলো, এখন আবার আনিছার রহমানকে প্রধান শিক্ষক হিসেবে কাগজপত্রে দেখানো হচ্ছে, তাহলে কি ওই বিদ্যালয়ে ২ জন প্রধান শিক্ষক একসাথে দায়িত্বরত ছিলেন ? এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এদিকে ২ বছর পুর্বে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও এ পর্যন্ত মাত্র ১ জন শিক্ষকের বেতন ভাতা এসেছে। অন্যান্যের কাগজপত্রে ত্রুটি থাকায় সেগুলো স্থগিত রয়েছে।