নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের চতুর্থ তলা হঠাৎ করে দখলে নিয়েছেন স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা ও কয়েকজন ব্যবসায়ী। গত ৮ জুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোস্তফা ফিরোজসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল প্লাজার চতুর্থ তলায় উঠে কয়েকটি দোকানে তালা লাগিয়ে দেয় এবং একটিতে অফিস স্থাপন করে। দখলে নেয়া নেতাদের দাবি, তারা এ প্লাজার মালিকানার শেয়ার ক্রয় করেছেন। এ নিয়ে সেদিন থেকে শহরের ব্যবসায়ীদের মাঝে চলছে নানা ধরণের কানাঘুষা। এ ব্যাপারে যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজ বলেন, প্লাজার মালিকদের কাছ থেকে তারা ১০জন, পার্টনাদের ১৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন এবং তারা দোকান ক্রয়ের দলিলও দেখান। কিন্তু শেয়ার কেনার পরও দখল বা পজেশন না পাওয়ায় তারা আইনের আশ্রয় নিয়েছেন। শেয়ার ক্রয়কারী ১০ জন তাদের দখল বুঝিয়ে দেয়ার জন্য চলতি বছরের গত ৪ জুন নীলফামারী জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন। যার অন্য নম্বর-৫৯। মামলায় প্লাজার পার্টনার ও প্রকল্প পরিচালকসহ ৫ জনকে বিবাদী ও মোকাবেলা বিবাদী করা হয়েছে। মামলার বাদি হয়েছেন শেয়ার হোল্ডারের কাছ থেকে ক্রয় করা অংশের মালিক নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ গং। শেয়ার ক্রয়কারীদের একটি সূত্র জানায়, সৈয়দপুর প্লাজা অবকাঠামো মার্কেটের নির্মাণকালে জমি ক্রয়কারী সামসুল হক ভূঁইয়া তিনজনকে পার্টনার করে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর অংশীদার দলিল সম্পাদন করেন। পার্টনাররা হলেন যথাক্রমে মো. হোসেন ভুঁইয়া, বিলকিস বানু ও আসমা ইসলাম। প্রতি অংশীদারদের অংশ হল ২৫ শতাংশ করে। পরবর্তীতে অংশীদার বিলকিস বানুর অংশ কিনে নেন সামসুল হক ভূঁইয়া। বর্তমানে সামসুল হক ভূঁইয়া ৫০ শতাংশের অংশীদার। এ অবস্থায় ২০২৩ সালের ২৬ নভেম্বর মো. হোসেন ভূইয়া ও আসমা ইসলাম তাদের অংশীদারের ১৫ শতাংশ করে শেয়ার বিক্রি করে দেন। উভয়ের কাছ থেকে তাদের মোট ৩০ শতাংশ শেয়ার কিনে নেন এ ১০ জন। এ ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, পজেশন না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারত বা যদি মামলা করা হয়ে থাকে তাহলে রায়ের জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু তা না করে এসব কর্মকা- করা ঠিক হয়নি। এ কারণে দলের ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে। ঘটনার দিন দখলে (পজেশন) অংশ নেয়া আওয়ামী লীগের অন্যান্য নেতারা এখনই কিছু বলতে রাজী হননি এবং প্লাজার চার তলায় তাদের অফিস যা তালা লাগানো দোকানের ছবি তুলতেও বাধা দেয়া হয়। এ ব্যাপারে সৈয়দপুর প্লাজার প্রকল্প ডিরেক্টর গুলজার আহমেদ বলেন, অংশীদারিত্বের দাবিদাররা আলোচনায় বসতে পারতেন। কিন্তু তা না করে তারা একটি দোকান দখল নিয়ে অফিস করেছেন। বাকি দোকানগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন। শেয়ার ক্রয়-বিক্রয়ের ব্যাপারটি সঠিক নয় এবং মামলার বিষয়েও তিনি কোন কিছু জানেন না। এ ব্যাপারে সৈয়দপুর প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ¦ সামসুল হক ভূঁইয়ার সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন,দখলের বিষয়টি আমি শুনেছি। যারা এ কাজটি করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।