গাজীপুরের কাপাসিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান। ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন শিখা।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি, উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কুহিনুর রহমান, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া, উপজেলা এগারোটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।