গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের সাফাইশ্রীস্থ আদালত পাড়া নিবাসী প্রাক্তন প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা, মাদ্রাসা ছওতুল কোরআন এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ মতিউর রহমান (৭৫) ওরফে হারিছ ডাক্তারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
এর আগে তিনি রোববার (২৩ জুন) সকালে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিগদা মাদ্রাসা মাঠে সন্ধ্যা ৬টায় মরহুমের জানাজা নামাজ শেষে উরুন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, হাফেজ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট দোয়া প্রার্থনা করেন মরহুমের পুত্র ব্যাংকার মোস্তাফিজুর রহমান টুটুল ও মাহবুব রহমান। জানাজা নামাজ পড়ান মরহুমের প্রতিষ্ঠিত ছওতুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নিজাম উদ্দিন।