ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৮১ এর কার্যকরী কমিটির অনুমোদন হয়েছে। গত ১৩ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজ্বী মো: সেলিম ও সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম সাহেদ এর যৌথ স্বাক্ষরিত পত্রে এ ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
নবমবারের মত পুনরায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নাসিরনগর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন মো: মুসলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: জিনু মোল্লা এবং কার্যকরী সভাপতি মো: ইমান ভূইয়া। কার্যকরী কমিটির সহ-সভাপতি মো: জয়নাল,যুগ্ম সম্পাদক মো: ফাতু মিয়া,সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন,দপ্তর সম্পাদক মো: দিলু মিয়া,কোষাধ্যক্ষ মো: জিলু মিয়া, কার্যকরী সদস্য মো: ফারুক মিয়া,মো: সফিকুল মিয়া ও মো: এলাম মিয়া।