রংপুর মহানগরীর বুড়িরহাট কোবারু এলাকার খালেদা খাতুনসহ তার পরিবারের বিরুদ্ধে মোবাদোলা দলিল করা জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, ওই পরিবার আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া জমি নিজেদের দাবি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। খালেদার পরিবারের এধরণের কর্মকা-কে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানি করার শামিল বলে দাবি তুলেছেন একই এলাকার হাফিজুর রহমান।
রোববার বিকেলে বুড়িরহাট কোবারুতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ তুলে ধরে হাফিজুর রহমান বলেন, স্থানীয় খলিলুর রহমান ও রহিমা খাতুন দম্পতিসহ তার কন্যা খালেদা খাতুন গত ২০ জুন সংবাদ সম্মেলনে করে যেসব তথ্য প্রচার করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে খালেদা খাতুনের পরিবার যে জমি (৩২৫৭ দাগ) নিজেদের বলে দাবি করছেন, সেই জমির ক্রয়সূত্রে মালিক আমার বাবা আবদুস সালামের। ২০০৩ সালের ১৭ জুলাই তারিখে কোবারু মৌজার ৩২৫৭ দাগে ৪৫ শতক জমির মধ্যে ১৭ শতক জমি আবু হাসান চঞ্চল ও ৮ শতক সালেকুর রহমানের কাছ থেকে ক্রয় করেন।
তিনি আরও বলেন, ৩২৫৭ দাগে আমাদের ক্রয়কৃত মোট ২৫ শতক জমির মধ্যে ৫ শতক জমি খালেদা খাতুনের মা রহিমা বেগম আমার বাবার কাছ থেকে বাড়ি করার সুবিধার্থে মবোদোলা দলিল করে নেন। আমার বাবা ৩২৫৭ দাগের সামনের দিকের ৫ শতক জমি রহিমা বেগমকে মবোদোলা দলিল মূলে ছেড়ে দিয়ে পেছনে গিয়ে তাদের বাড়ি করার সুযোগ করে দেন। মোবাদোলা দলিলের পর আমার বাবা প্রাচীর দিয়ে মোট ২৫ শতক জমির ওপর স্থাপনা নির্মাণ করে ২৩ বছর ধরে ভোগদখলের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। এখন খালেদা খাতুনসহ তার পরিবার মোবাদোলা দলিল করা জমি অবৈধভাবে দখলের পায়তারার অংশ হিসেবে ভুল তথ্য প্রশাসনসহ বিভিন্ন জায়গায় উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন।
হাফিজুর রহমানের দাবি, এর আগে ৩২৫৬ দাগের ৯ শতক জমির ৪ শতক জমি নিজেদের ক্রয় করা বলে দাবি করেছিল খালেদা খাতুনের পরিবার। এবং তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টাও করে ব্যর্থ হয়ে আদালতে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে। কিন্তু আদালত তাদের অভিযোগ খারিজ করে ৩২৫৬ দাগের ৯ শতকের ক্রয়কৃত ৭ শতক জমি আবদুস সালামের বলে রায় দেন।
এদিকে সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা চাওয়াসহ খালেদা খাতুনের পরিবারের মিথ্যা অপপ্রচার বন্ধে সহযোগিতা চেয়েছেন হাফিজার রহমান ও তার পরিবার। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমানের বাবা আবদুস সালাম, বড়ভাই আকতারুজ্জামানসহ স্থানীয়রা।