নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন বিকেলে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান শেষে আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এমপি বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সংগঠন আওয়ামী লীগ অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে, আওয়ামী লীগ কারও দয়ার দানের সংগঠন নয়, জনগণই এই দলকে আজীবন টিকে রাখবে।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আবদুল মজিদ, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা, খাজা ময়েন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মুকিত কল্লোল, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান, সম্পাদক নওরোজ আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, কলেজ ছাত্রলীগের সম্পাদক সুমন বাবু প্রমুখ