বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কয়রা উপজেলা আওয়ামীলীগ। রোববার (২৩ জুন) সকাল ১০ টায় এ উপলক্ষে এক শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল, আওয়ামী লীগ নেতা কবি জিএম শামছুর রহমান, এস এম জিয়াদ আলী, প্রধান শিক্ষক এস এম খায়রুল ইসলাম, নির্মল কুমার মন্ডল, যুবলীগ নেতা আব্দুল্যাহ আল মামুন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দিদার, শরিফুল ইসলাম টিংকু, শ্রমীকলীগ নেতা মোঃ আল আমিন ইসলাম, এস এম আমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো প্রমুখ।