ময়মনসিংহের গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এর শুভ জন্মদিন উপলক্ষে মদিনা তালিমুল কুরআন নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসায় কুরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে গফরগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, যুগ্ম আহ্বায়ক দিদার আলম, ফেরদৌস আহমেদ খান, রুবায়েত বাপ্পী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের আয়োজনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির জন্মদিন পালন করা হয়।