ভোলার দৌলতখানে জমিজমি সংক্রান্ত বিষয়ে প্রথমে কথা কাটাকাটি পরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে ২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্যা গ্রামের সুবেদার বাড়িতে। আহতদের দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল পাঁচটার দিকে। রোববার রক্তাক্ত ফুলা জখম হাসপাতালে ভর্তি আহত আবদুর রহিম জানান, দক্ষিণ সৈয়দপুর বড়ধলী গ্রামের বসত বাড়ি নদীতে ভেঙে যাওয়ার পর থেকে তারা ওয়ারিশ সূত্রে দিদারউল্যা গ্রামের ওই বাড়িতে বসবাস করে। বাড়ির লোকজন ওয়ারিশ সূত্রের জমাজমি নিয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেয় করে কথাবার্তা ও গালিগালাজ করে আসছে। শুক্রবার তাদের সাথে ফের ওই ধরণের কথাবার্তা ও গালিগালাজ শুরু করলে তাদের সাথে কথা বার্তার উত্তর দেয়ার এক পর্যায় একই বাড়ির প্রতিপক্ষ হানিফ মেস্তরি ও তার দুই ছেলে হেল্লাল ও নাইম তাদের উপর হামলা করে। এ সময় আবদুর রহিম কে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। হামলার সময় তার বৃদ্ধ বাবা রফিকুল ইসলাম ও আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত আবদুর রহিম জানিয়েছে।