‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি অপরাজেয় রাজনৈতিক শক্তির নাম’। সকল ভয়ভীতি উপেক্ষা করে আওয়ামীগের কর্মীরা কাজ করছে বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রোববার (২৩জুন) সকালে পৌরসভা প্রাঙ্গনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে। পুরো দেশে এ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আমাদের নেতাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। সাহসিকতার সাথে আমরা এসব সন্ত্রাসীদের মোকাবিলা করছি। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে। আর ২৩ শে জুন আমাদের জন্য গৌরব এবং সফলতার একটি দিন। এইদিন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দলটির প্রতিষ্ঠা হয়। যতদিন সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে আছে ততদিন আওয়ামীলীগকে কেউ ধ্বংস করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুর রশীদ, সনদ কুমার বড়ুয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ¦রতী তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনছুর আলীসহ সংগঠনটির জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা উপজেলার ৮জন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ১মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করেন।